ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালের হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৬৫ ডেঙ্গু রোগী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
বরিশালের হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৬৫ ডেঙ্গু রোগী

বরিশাল: বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৬৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। শুধু শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন।

বাকিরা জেলার অন্যান্য হাসপাতাল, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল, ভোলা-পিরোজপুর-বরগুনা ও ঝালকাঠির হাসপাতালে ভর্তি।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তর থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলার হাসপাতালগুলো ভর্তি হয়েছেন ১৭ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলায় ৪৪, ভোলায় ২০, পিরোজপুরে ১৭, বরগুনায় ২৯ ও ঝালকাঠিতে ৩ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী সব মিলিয়ে সোমবার (১৭ জুলাই) পর্যন্ত বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৮৬ জন রোগী ভর্তি আছেন।

গত ১ জানুয়ারি থেকে এসব হাসপাতালে ১৯১২ জন রোগী ভর্তি হন। সুস্থ হয়ে ফিরেছেন ১৫২৫ জন এবং শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।