ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

এডিসের লার্ভা ধ্বংসে জনগণকেই সচেতন হতে হবে: মেনন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এডিসের লার্ভা ধ্বংসে জনগণকেই সচেতন হতে হবে: মেনন

ঢাকা: ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা ধ্বংসে জনগণকেই বিশেষভাবে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

সোমবার (১৭ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডে এডিস মশার লার্ভা ধ্বংসের কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

এদিন বেলা ১১টায় রাজধানীর পল্টনের আজাদ প্রোডাক্টসের সামনে থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি স্থানীয় বিভিন্ন হাউজিংয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের এডিসের লার্ভা ধ্বংসের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উৎসাহিত করেন।

এ সময় রাশেদ খান মেনন স্থানীয় এলাকা ও হাউজিংসমূহ ঘুরে দেখে বলেন, প্রতিবছর এ সময়কালে ডেঙ্গুর প্রাদুর্ভাব দূর করতে সিটি করপোরেশনসহ হাউজিংসমূহকে বছরব্যাপী অভিযান পরিচালনা করতে হবে।

মেননের সঙ্গে এ সময় সঙ্গে দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও পল্টন থানা আওয়ামী লীগ সভাপতি এনামুল হক আবুল, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অঞ্চল-২ সুয়ে মেন জো, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সাদাত মো. সালেহ, সহকারী প্রকৌশলী মো. খলিলুর রহমান, পরিচ্ছন্ন পরিদর্শক মো. আসাদ, মশক নিধন সুপারভাইজার আমিব হাসান চৌধুরী, স্থানীয় আওয়ামী লীগ নেতা মনির আহম্মেদ মনা ও যুব মৈত্রীর সহ-সভাপতি এমএম মিল্টনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আগামী মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় মালিবাগ মোড়স্থ হোসাফ টাওয়ারে রাশেদ খান মেনন ঢাকা-৮ আসনের ১১ নম্বর ওয়ার্ডে যুব মৈত্রীর উদ্যোগে এডিসের লার্ভা ধ্বংস কর্মসূচিতে অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।