ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

অস্ট্রেলিয়া থেকে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
অস্ট্রেলিয়া থেকে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান

ঢাকা: বৈধপথে রেমিট্যান্স পাঠাতে অস্ট্রেলিয়া প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা। সিডনিতে আয়োজিত এক সেমিনারে এ আহ্বান জানানো হয়।

সোমবার (১৭ জুলাই) ক্যানবেরার বাংলাদেশ হাই কমিশন জানায়, বৈধপথে রেমিট্যান্স পাঠাতে অস্ট্রেলিয়া প্রবাসীদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ হাইকমিশন ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সিডনির উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সিডনিতে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার মমতা বি চৌধুরী।

এ সময় বাংলাদেশ হাইকমিশনের শ্রমকল্যাণ উইংয়ের কাউন্সেলর মো. সালাহউদ্দিন প্রবাসীদের ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করার আহ্বান জানান। তিনি প্রবাসীদের কল্যাণার্থে বাংলাদেশ সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ সেমিনারে উপস্থাপন করেন।

সেমিনারে বক্তারা বলেন, বৈধ চ্যানেলের মাধ্যমে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠানোর মাধ্যমে তারা নিজেরা ও দেশ উপকৃত হচ্ছে। বক্তারা উল্লেখ করেন, প্রবাসীদের অবদানকে উৎসাহিত করতে ২০১৯ সাল থেকে বাংলাদেশ সরকার প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর সরাসরি নগদ প্রণোদনা দিচ্ছে। বর্তমানে ২.৫ শতাংশ  হারে এ প্রণোদনা দেওয়া হচ্ছে।

প্রবাসীরা সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং প্রবাসীদের কল্যাণার্থে সরকারের সুদৃষ্টি কামনা করেন।  

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।