ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

চুরির অভিযোগে যুবককে গাছে বেঁধে নির্যাতন, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
চুরির অভিযোগে যুবককে গাছে বেঁধে নির্যাতন, আটক ২

বগুড়া: বগুড়া সদর উপজেলায় টাকা চুরির অভিযোগে হাসান আলী নামে এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ জুলাই) দিনব্যাপী গাইবান্ধা ও বগুড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নির্যাতনের শিকার হাসান আলী সদর উপজেলার নামুজা ইউনিয়নের ঢলমহনী গ্রামের বাসিন্দা।

আটক দুজন হলেন- সদর উপজেলার নামুজা ইউনিয়নের ঢলমহনী গ্রামের গরু ব্যাপারী রফিকুল ইসলাম ও একই এলাকার ইয়াকুব আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ জুলাই হাসান আলীর বিরুদ্ধে ২ লাখ ৯০ হাজার টাকা চুরির অভিযোগ তোলেন গরু ব্যবসায়ী রফিকুল ইসলাম। এ সময় হাসান আলীকে বাড়ি থেকে ধরে এনে গাছের সঙ্গে দড়ি দিয়ে উল্টো করে বেঁধে রাখেন। রফিকুল ইসলামের নির্দেশে ইয়াকুব আলী লাঠি দিয়ে তার পায়ে বেধড়ক পেটায় ও চুরির বিষয় স্বীকার করতে বলেন।

এদিকে হাসান আলীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ জড়িতদের ধরতে অভিযানে নামে। পরে সোমবার গাইবান্ধার ফাঁসিতলা এলাকা থেকে রফিকুল ইসলামকে ও বগুড়া শহরের শাকপালা এলাকা থেকে ইয়াকুব আলীকে আটক করা হয়।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নূর জাহিদ সরকার জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সদর থানায় মামলা করবেন।

বাংলাদেশ সময়: ০৭৪৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।