ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

ইসি থেকে নির্বাচনী আইনের খুঁটিনাটি জেনে নিল ইইউ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
ইসি থেকে নির্বাচনী আইনের খুঁটিনাটি জেনে নিল ইইউ

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর লক্ষ্যে নির্বাচনী আইনের খুঁটিনাটি নির্বাচন কমিশন (ইসি) থেকে জেনে নিল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল।

নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাকক্ষে সংস্থাটির সঙ্গে আয়োজিত এক বৈঠকে ইসির যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তারা ইইউ প্রতিনিধিদলের কাছে আইনের নানাদিক তুলে ধরেন।

ইইউর চাহিদার পরিপ্রেক্ষিতেই বৈঠকটির আয়োজন করে নির্বাচন কমিশন।

ইসির আইন শাখার যুগ্ম সচিব মো. মাহবুবার রহমান সরকার বৈঠক শেষে মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাবে কি না, সেজন্য আগেও তাদের একটি দল এসেছিল। তখন দলের সদস্যরা বলেছিলেন, ইলেকশন প্রসেসিং তারা জানেন না, তাই বসতে চেয়েছিলেন। আমাদের প্রক্রিয়া, আইন কানুন যা আছে, বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক, দেশি পর্যবেক্ষক কিভাবে কাজ করবে, কিভাবে করবে না, এসব বিষয় সম্পর্কে। আমাদের বাংলা আইন, উনারা তো জানেন না। এগুলো জানতে চেয়েছিলেন। আমরা তা প্রোভাইড করেছি।

তিনি বলেন, সংবিধান, আরপিও থেকে শুরু করে সংশোধনী যেগুলো আছে, বিদেশি পর্যবেক্ষকরা আসতে গেলে কোন প্রক্রিয়ায় আসতে হবে, কীভাবে আসতে হবে, ইকুইপমেন্ট যদি লাগে, কীভাবে আনতে হবে, সেগুলো, নির্বাচন বিষয়ে যা কিছু আছে, খুঁটিনাটি সব জানতে চেয়েছেন তারা।

আরপিও সংশোধনী নিয়ে কোনো উদ্বেগের কিছু বলেছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, উদ্বেগের কিছু বলেননি। তারা জানতে চেয়েছেন আইনের নানা দিক।

অন্য এক প্রশ্নের জবাবে ইসির আইন শাখার যুগ্ম সচিব মো. মাহবুবার রহমান সরকার বলেন, সন্তুষ্টির-অসন্তুষ্টির কোনো বিষয় আলোচনায় আসেনি। আমাদের বিদ্যমান আইন, রুলস, রেগুলেশন, ইলেকশন প্রসেসিং এগুলো নিয়ে কথা হয়েছে।

তারা কোনা নির্বাচনী সহায়তার কথা বলেছেন কি না, জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, তারা কোনো সাপোর্ট দেবেন, এমন কিছু বলেননি। তাদের কী সাপোর্ট দেব, তা জানতে চেয়েছেন। যেমন তারা আসবেন, দুই মাস আগে যদি আসেন, তাদের পাসপোর্টের বিষয় থাকে, এয়ারপোর্টে সাপোর্টের বিষয় থাকবে, ইকুইপমেন্ট লাগলে কোথায়, কীভাবে নিয়ে আসবেন, এসব।

তিনি বলেন, উনারা আসলে জানতে চেয়েছেন, আমাদের এখানে লিগ্যাল ডিসপুটগুলো কীভাবে নিষ্পত্তি হয়। নির্বাচনের আগে পরে, যেমন মনে করেন, নমিনেশন পেপার সাবমিট কীভাবে হয়, সেটাও তারা জানতে চেয়েছেন। বাছাই কীভাবে হয়, প্রসেসগুলি...সেটা তো উনাদের জানার কথা নয়। আইনে প্রসিডিউরগুলো কীভাবে হয়, তা জানতে চেয়েছেন। টাইম টু টাইম আমাদের ফোকাল পারসনদের সঙ্গে যোগাযোগ করবেন।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক বিশেষজ্ঞ দলের প্রধান দিমিত্র ইয়ানুর নেতৃত্বে চার সদস্যদের প্রতিনিধিদল ও ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার দুই যুগ্ম সচিব উপস্থিত ছিলেন।

এর আগে গত ইসির সঙ্গে ১১ জুনের বৈঠকে একটি টেকনিক্যাল টিম পাঠানোর কথা বলে ইইউ। তার আগে ১৮ জানুয়ারির বৈঠকে সিইসির কাছে সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর আগ্রহের কথা জানায় সংস্থাটি।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩

ইইউডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।