ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে ইয়াবাসহ ২ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
কটিয়াদীতে ইয়াবাসহ ২ কারবারি আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ৭৯০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (১৮ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প।

আটকরা হলেন- কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার দুর্গাপুর এলাকার মৃত কেনু ওরফে কেলু মিয়ার ছেলে মো. লাইছ ওরফে লইছ উদ্দিন (৪৫) ও একই
এলাকার মৃত কালাচান ভূঁইয়ার ছেলে মো. কাঞ্চন ভূঁইয়া (৫৭)।  

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ইয়াবা বিক্রির জন্য কটিয়াদী উপজেলার মানিকখালি বাজার এলাকায় কয়েকজন মাদক কারবারি অবস্থান করছেন -এমন গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে সেখানে অভিযান চালায় র‌্যাব। এ সময় কারবারি লইছ উদ্দিন ও কাঞ্চন ভূঁইয়াকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় ৭৯০টি ইয়াবা, দুইটি মোবাইলফোন ও তাদের দখলে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশা এবং একটি মোটরসাইকেল। এ ঘটনায় আটক দু’জনের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।