ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে রেলওয়ে কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
সোনারগাঁয়ে রেলওয়ে কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তালতলায় এশিয়ান হাইওয়ের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার (১৯ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মালিপাড়া স্কুল এলাকায় এলাকায় বাংলাদেশ রেলওয়ের ডিভিশনের বিভাগীয় ভূ-সম্পদ কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিউল্লাহর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় ২৮ টি অবৈধ দোকানঘর ভেঙ্গে ফেলা হয়েছে। অভিযানে বাধা দেওয়ায় রমজানে নামে একজনকে আটক করে পুলিশ।

উচ্ছেদ অভিযানে রেলওয়ে পুলিশের সঙ্গে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, এ অভিযানে তারা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং অসংখ্য পরিবারের জীবিকা নির্বাহের মাধ্যম নষ্ট করা হয়েছে।  

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম মিয়া, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।