ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বোয়ালমারীতে ওয়ারেন্টভুক্ত ৬ আসামিসহ গ্রেপ্তার ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
বোয়ালমারীতে ওয়ারেন্টভুক্ত ৬ আসামিসহ গ্রেপ্তার ৯

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ছয়জন ওয়ারেন্টভুক্ত ও তিনজন জুয়া মামলার আসামিসহ নয়জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গ্রেপ্তারদের বুধবার (১৯ জুলাই) দুপুরের দিকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

 

এর আগে গতকাল ১৮ জুলাই রাতে বোয়ালমারী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নয় জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত ছয়জন হলেন- উপজেলার সোতাসী গ্রামের শাহিন শেখ (১৯), মোসা. শাহিনা বেগম (৪২), চুন্নু শেখ (৪৮), জাকির শেখ (৫০), কলিমাঝি গ্রামের তমাল শেখ ও কদমী গ্রামের আল-আমিন মোল্যা (৩০) এবং জুয়া মামলার তিনজন হলেন- শেলাহাটি গ্রামের মো. জামাল শেখ (৪০), একই গ্রামের হাবিব মোল্যা ও শেরাপুর গ্রামের মুরাদ মোল্যা (৪৮)।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন মামলার ছয়জন আসামিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। জুয়া খেলার সময় অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের দুপুরের দিকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।