ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহীতে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে আপন নাঈম (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে মহানগরীর রাজপাড়া থানার নতুন বিলসিমলা টমটম চত্বর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেলচালক আপন মহানগরীর লক্ষ্মীপুরের ভাটাপাড়ার লাল মোহাম্মদের ছেলে।  

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল হক জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস টমটম চত্বর এলাকা দিয়ে শহরে ঢুকছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কের ওপর ছিটকে পড়েন আপন। পরে গুরুতর আহত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা হবে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।