পটুয়াখালী: পটুয়াখালীর আরপিসিএল তাপবিদ্যুৎ কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত ৪০০ শ্রমিকের নামে মামলা করা হয়েছে।
শুক্রবার (২১ জুলাই) ভোরে শিমুল দাস (২৬) ও মাহিনুর খালাসী (৩৪) নামে দুই শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে আরপিসিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের অ্যাডমিন বিভাগের ডেপুটি ম্যানেজার আমিনুল ইসলাম বাদী হয়ে কলাপাড়া থানায় মামলাটি করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই বেতন-বোনাস নিয়ে অসন্তোষের ঘটনায় শ্রমিকরা তিন চীনা নাগরিকসহ আরপিসিএলের চার নিরাপত্তাকর্মীকে মারধর করেন। এ সময় বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরের বিভিন্ন স্থাপনা, অফিস ভবন ও গাড়ি ভাঙচুর করা হয়। এতে প্রায় ৭ লাখ ২ হাজার টাকার ক্ষতি হয়। পরে কলাপাড়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বাংলানিউজকে জানান, ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
এফআর