ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নড়াইলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
নড়াইলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নড়াইল: নড়াইলের নড়াগাতীতে পুকুরে ডুবে নাবিল (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে নড়াগাতী থানার উত্তর ডুমুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শিশু নাবিল ওই গ্রামের আনিসুর মোল্যার ছেলে।

শিশুটির পরিবার জানান, শুক্রবার সকালে নাবিল বাড়ির উঠানে খেলা  করছিল। কিছুক্ষণ পর নাবিলকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরিবার ও আশপাশের লোকজনের খোঁজাখুজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে তার মরদেহ পাওয়া যায়।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বাংলানিউজকে বলেন, পুকুরে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি শুনেছি। এ ঘটনায় তার পরিবারে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।