ঝালকাঠি: আট বছর বয়সী ছেলে নাইমকে ডাক্তার দেখাতে বরিশালের বাসে উঠেছিলেন দক্ষিণ ভান্ডারিয়া নিবাসী তারেক (৪০)।
ভান্ডারিয়া বাসস্ট্যান্ড থেকে শনিবার (২২ জুলাই) সকাল ৯টায় বাশার স্মৃতি পরিবহন নামে বাসটির যাত্রী হন তারা।
কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো জানান তারেকের ভাই সাগর।
সাগর জানান, ভাইয়ের ছেলেটা অসুস্থ। তাকে ডাক্তার দেখাতে ভাই বরিশালে নিয়ে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় পড়ে ভাই চিরতরে হারিয়ে গেল। ভাইয়ের শোকে পুরো পরিবার এখন মুহ্যমান। পরিবারটির উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে পাথর হয়েছেন পরিবারের সদস্যরা।
শনিবার (২২ জুলাই) সকালে ভান্ডারিয়া থেকে বাশার স্মৃতি পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস ঝালকাঠির দিকে যাচ্ছিল। পথে ছত্রকান্দা এলাকায় পৌঁছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের ১৭ যাত্রী নিহত হয়।
** নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১৭
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
আরএ