ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে ৭ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
পটুয়াখালীতে ৭ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

পটুয়াখালী: পটুয়াখালীতে শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষ মেলা। জেলা প্রশাসন ও বিভাগীয় বন বিভাগের উদ্যোগে এই মেলা চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত।

রোববার (২৩ জুলাই) সকালে ডিসি মঞ্চে বৃক্ষমেলার উদ্বোধন করেন পটুয়াখালী এক আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া।  

জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, বিভাগীয় বন কর্মকর্তা সফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফসহ সংশ্লিষ্টরা।

এর আগে পটুয়াখালী সার্কিট হাউস হতে একটি র‍্যালি বের হয়ে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। সাত দিনব্যাপী এই মেলায় আগত দর্শনার্থীদের জন্য প্রতিদিন রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।