ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

আজ ঢাকায় আসছেন ইইউয়ের বিশেষ প্রতিনিধি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১:০৩ পিএম, জুলাই ২৪, ২০২৩
আজ ঢাকায় আসছেন ইইউয়ের বিশেষ প্রতিনিধি

ঢাকা:  ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর ৬ দি‌নের সফ‌রে আজ সোমবার (২৪ জুলাই) ঢাকায় আসছেন।  

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন তিনি।

 

সফরকালে আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন গিলমোর।  

তিনি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গেও দেখা করবেন তিনি।  

পাশাপাশি নাগরিক সমাজ, সংখ্যালঘু সম্প্রদায় ও ঢাকায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

ইইউ বিশেষ প্রতিনিধি আগামী ২৭ জুলাই কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

উল্লেখ্য, ইইউর বি‌শেষ প্রতিনিধি  গিলমোর ২০১৯ সালের জুনেও বাংলাদেশে এসেছিলেন।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
টিআর/এসএএইচ

বাংলাদেশ সময়: ১:০৩ পিএম, জুলাই ২৪, ২০২৩ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।