ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
ঝিনাইদহে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের ওয়াজের আলী স্কুলের সামনে থেকে ১ হাজার ৮০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ঝিনাইদহ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (২৪ জুলাই) বিকেলে শহরের এইচ এস এস রোডের এ জে আর কুরিয়ার সার্ভিস থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার হাজরাতলা গ্রামের মল্লিক মণ্ডলের ছেলে পলাশ হোসেন (১৮) ও একই গ্রামের কদু মণ্ডলের ছেলে বিপ্লব হোসেন (২৬)।

ঝিনাইদহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দীন বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, এ জে আর কুরিয়ারের মাধ্যমে কক্সবাজার থেকে পার্সেলে করে ইয়াবার চালান আসছে। এমন খবরে ডিবি পুলিশের একটি দল ওই কুরিয়ার সার্ভিসে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করে।

তিনি আরও জানান, আটকের সময় তাদের কাছ থেকে একটি কার্টুনের মধ্যে মোড়ানো ১ হাজার ৮০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ তাদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।