ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে আরেক বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে আরেক বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রে মাত্র পাঁচ দিনের ব্যবধানে দুর্বৃত্তের গুলিতে আরেক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ আবুল হাশিম (৪২)।

তার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়।

স্থানীয় সময় রোববার সকালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরের কাছে কাসা গ্রান্দে এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

এর আগে, ১৮ জুলাই দেশটির মিসৌরি অঙ্গরাজ্যের সেন্টলুইস শহরের হ্যাম্পটন অ্যাভিনিউয়ে একটি গ্যাস স্টেশনে গুলিতে মারা যান বাংলাদেশি ইয়াজউদ্দিন আহম্মদ (২৩)। এ ঘটনার পাঁচ দিনের মাথায় আরেক বাংলাদেশি আবুল হাশিম গুলিতে নিহত হলেন।

We are appalled to know the killing of a second Bangladeshi in last 5 days in the USA. Abul Hashim is the latest victim. Eazuddin Ahmed who was killed earlier went to USA for higher studies. Son of Freedom Fighter was working in a grocery store to meet his educational expenses.

— Md. Shahriar Alam (@MdShahriarAlam) July 25, 2023

নিহতের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম টুইটে লিখেছেন, যুক্তরাষ্ট্রে গত পাঁচ দিনে দ্বিতীয় বাংলাদেশি নিহত হওয়ার খবরে আমরা আতঙ্কিত। সর্বশেষ শিকার হলেন আবুল হাশিম।  

তিনি লেখেন, এর আগে নিহত ইয়াজউদ্দিন আহম্মদ উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। মুক্তিযোদ্ধার এই ছেলে মুদি দোকানে কাজ করে লেখাপড়ার খরচ মেটাতেন।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।