হবিগঞ্জ: হবিগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (২৬ জুলাই) বিকেলে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোমিন উদ্দিন চৌধুরী এ তথ্য জানান।
এ পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৬৪ জন। এর মধ্যে ১৭ জন হাসপাতালে ভর্তি, ৪৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আরএমও বলেন, ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ কর্নার স্থাপন করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।
তিনি আরও বলেন, ডেঙ্গু জ্বরের সংক্রমণ বেড়েছে। এডিস মশার কারণেই এটি ছড়ায়। তাই ডেঙ্গু জ্বরের সংক্রমণ রোধে সচেতন হতে হবে। এ জন্য সরকারি নির্দেশনার বিষয় খেয়াল রাখা জরুরি।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
এফআর
বাংলাদেশ সময়: ৪:১৩ পিএম, জুলাই ২৬, ২০২৩ /