ঢাকা, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের তিন মিলিয়ন ডলার সহায়তা দেবে দক্ষিণ কোরিয়া

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০১, জুলাই ২৬, ২০২৩
রোহিঙ্গাদের তিন মিলিয়ন ডলার সহায়তা দেবে দক্ষিণ কোরিয়া

ঢাকা: রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা হিসেবে তিন মিলিয়ন মার্কিন ডলার দেবে দক্ষিণ কোরিয়া।  

বুধবার (২৬ জুলাই) ঢাকার দক্ষিণ কোরিয়া দূতাবাস রোহিঙ্গাদের জন্য এ সহায়তার ঘোষণা দেয়।

ঢাকার কোরিয়ান দূতাবাস জানায়, রোহিঙ্গাদের জন্য দক্ষিণ কোরিয়ার এ মানবিক সহায়তা বাংলাদেশে থাকা জাতিসংঘের আন্তর্জাতিক সংস্থা ইউএনএইচসিআর, আইওএম, ডব্লিউএফপি এবং ইউনিসেফের মাধ্যমে দেওয়া হবে।

দক্ষিণ কোরিয়া ২০১৭ সালের পর থেকে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ট সহযোগিতায় আশ্রিত রোহিঙ্গা এবং স্থানীয়দের জন্য বছরে গড়ে তিন থেকে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া অব্যাহত রেখেছে। জয়েন্ট রেসপন্স প্ল্যানের (জেআরপি) সমর্থনে এলপিজি, শিক্ষা ও খাবারের ব্যবস্থাসহ গত ছয় বছর ধরে কোরিয়ার অর্থায়ন বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে।

কোরিয়া বলছে, রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের মধ্যে সংলাপকে সমর্থন করে দক্ষিণ কোরিয়া। দেশটি রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবর্তন সমর্থন করে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ