ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বৃহস্পতিবার রাজধানীতে বাস চলাচলের বিষয়ে যা জানাল মালিক সমিতি 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
বৃহস্পতিবার রাজধানীতে বাস চলাচলের বিষয়ে যা জানাল মালিক সমিতি  ফাইল ছবি

ঢাকা: বৃহস্পতিবার রাজধানী ঢাকায় পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন অঙ্গ-ভাতৃপ্রতিম সংগঠন এবং রাজপথের বিরোধী দল বিএনপি।  

পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে রাজধানীতে জনসাধারণের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

 বৃহস্পতিবার রাজধানী বাস চলবে কি না, কোন কোন পথ বন্ধ থাকবে কিংবা তীব্র যানজটের ভোগান্তিতে পড়তে হবে কি না - এ নিয়ে জনমনে রয়েছে প্রশ্ন।

একই ধরনের আতঙ্ক বিরাজ করছে পরিবহন বাস মালিক ও শ্রমিকদের মাঝেও।  

তবে বিএনপি সহিংসতা না ঘটালে বাস চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

বুধবার (২৬ জুলাই) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্লাহ খান এ তথ্য জানিয়েছেন।  

মহাসচিব বলেন, বিএনপি সহিংসতা না ঘটালে বাস চলাচল স্বাভাবিক থাকবে। একাধিক দলের কর্মসূচি থাকায় মালিক-শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।  

সরকারের থেকে কোন নির্দেশনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার কোন নির্দেশনা দেয়নি।  

মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান বলেন, আতঙ্ক বিরাজ করলেও যদি বাস না পোড়ায় তাহলে বাস চলবে। আমরা তো পেট্রোল বোমা হামলার সময়েও রাস্তায় বাস চালিয়েছি, যেকোনো অবস্থাতে বাস চালাতে প্রস্তুত।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জুলাই ২৬ , ২০২৩
এনবি/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।