ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

স্বাস্থ্যমন্ত্রীর হবিগঞ্জ সফর হঠাৎ বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৭, জুলাই ২৬, ২০২৩
স্বাস্থ্যমন্ত্রীর হবিগঞ্জ সফর হঠাৎ বাতিল

হবিগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের হবিগঞ্জ সফর অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) রাতে হবিগঞ্জ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সফরটি বাতিল হওয়ার তথ্য জানানো হয়।

এর আগে শেখ হাসিনা মেডিকেল কলেজ পরিদর্শনসহ নানা কর্মসূচি হাতে নিয়ে মন্ত্রী হবিগঞ্জে যাওয়ার সফরসূচি দিয়েছিলেন।

ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল বাংলানিউজকে জানান, মন্ত্রীর হবিগঞ্জ সফর করতে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়। শুক্রবার দুপুরে তার হবিগঞ্জে আসার কথা এবং পরদিন শেখ হাসিনা মেডিকেল কলেজ এবং ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল পরিদর্শনের কথা ছিল। কিন্তু বুধবার সন্ধ্যার পরে মন্ত্রীর দপ্তর থেকে স্বাস্থ্য বিভাগকে জানানো হয়, অনিবার্য কারণবশত সফরটি বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।