ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শারীরিক প্রতিবন্ধী ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে শাহবাগ থানা পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নাফ জানান, হাসপাতাল থেকে খবর দেওয়া হয়, বহির্বিভাগের রেডিওলোজি বিভাগের সামনে এক ব্যক্তি মৃত অবস্থায় পড়ে আছেন। পরবর্তীতে সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
তিনি জানান, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। তার দুই পা নেই। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এজেডএস/এসআইএ