ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

ঢামেকে আবার এক নারীর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
ঢামেকে আবার এক নারীর মরদেহ

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর থেকে আবারও এক বয়স্ক নারীর মরদেহ উদ্ধার করছে পুলিশ। এরআগে, বিকেলে হাসপাতালে বহির্বিভাগের ভেতর থেকে থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত পৌনে ৯টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ সংবাদ পেয়ে শাহবাগ থানা পুলিশ হাসপাতালের পুরাতন ভবনের ১০৩ নম্বর ওয়ার্ডের পাশে সিঁড়ির নিচে মরদেহ দেখতে পায়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে হাসপাতালে এসেছি। এখনও বিস্তারিত কিছুই জানা যায়নি। সিঁড়ির নিচে একটা বয়স্ক মহিলাকে মৃত অবস্থায় দেখা যাচ্ছে।

তিনি বলেন, তবে তার পাশে থাকা চিকিৎসার কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে। সেটা অন্য হাসপাতালের। সেখানে নাম লেখা আছে পারভিন, বয়স ৬৫। এছাড়া, ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার একটা কাগজ পাওয়া গেছে। সেখানে নাম লেখা আছে আমেনা।

তিনি আরও বলেন, পাশে পড়ে থাকা এ কাগজপত্রগুলো মৃত নারীর কিনা সেগুলো তদন্ত করে দেখা হবে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হবে।

হাসপাতালের ইউরোলজি বিভাগের ১১২ ওয়ার্ডে ভর্তি জাহাঙ্গীর নামে এক রোগী জানান, কয়েকদিন ধরে এই মহিলাকে এখানে শুয়ে কান্নাকাটি ও চিৎকার করতে শুনেছি ও দেখেছি। তখন কোনো স্বজন ওই নারীর পাশে দেখা যায়নি। এখন দেখছি তিনি মারা গেছেন।

আরও পড়ুন: ঢামেকের ভেতর মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।