ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদকবিরোধী শপথ নিলেন ফরিদপুরের ৫ শতাধিক মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
মাদকবিরোধী শপথ নিলেন ফরিদপুরের ৫ শতাধিক মানুষ

ফরিদপুর: মাদকবিরোধী শপথ নিয়েছেন ফরিদপুরের পাঁচ শতাধিক মানুষ।  

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসে এক আলোচনা সভায় ফরিদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন এ শপথ পাঠ করান।

রোববার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে ফরিদপুর শহরের কবি জসীমউদ্দিন অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।  

আলোচনা সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদার।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে সুসজ্জিত পিকআপভ্যানে মাদকবিরোধী প্রচার ও বাউলগানের আয়োজন করা হয়। সুসজ্জিত পিকআপভ্যানটি সারা জেলা শহরে ঘুরে বাউল গান পরিবেশন করে।

এর আগে, জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।