ঢাকা: রাজধানীর হাজারীবাগ সেকশন বেড়িবাঁধে এলাকায় আড়ত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬০ বছর।
রোববার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। রাতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, ওই বৃদ্ধা নারী ভবঘুরে প্রকৃতির। বেড়িবাঁধে কলার আড়তের আশপাশেই থাকতেন।
তিনি বলেন, বিকেলে খবর পেয়ে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এজেডএস/এসআইএ