ঢাকা: ফায়ার ফাইটারদের জন্য আন্তর্জাতিক অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন।
রোববার (৩০ জুলাই) রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন। অনুষ্ঠানে তুরস্কের ফায়ার ফাইটার প্রশিক্ষণ প্রধান জনাব লতিফ এরদোগানসহ তুরস্ক দূতাবাসের কর্মকর্তারা, ফায়ার সার্ভিসের ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সে পৌঁছালে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন তুরস্কের ফায়ার ফাইটাদের প্রধান প্রশিক্ষক লতিফ এরদোগান।
এরপর প্রধান অতিথি তার ভাষণ দেন। ভাষণের শুরুতেই তিনি তুরস্কের সাম্প্রতিক ভূমিকম্পে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দলের সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যদের অংশ নেওয়ার কথা উল্লেখ করে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানান। এ প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেওয়ার মাধ্যমে দু’দেশের প্রতিষ্ঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি তার ভাষণে বলেন, পারস্পরিক যোগাযোগ ও সফরের মাধ্যমে এক্ষেত্রে আমাদের সহযোগিতার পরিধি আরও বাড়ানো যেতে পারে।
অনুষ্ঠানের সভাপতি ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জাতির পিতাকে গভীর শ্রদ্ধায় স্মরণের মধ্য দিয়ে তার বক্তব্য শুরু করেন। একইসঙ্গে তিনি মহান মুক্তিযুদ্ধ ও ফায়ার সার্ভিসের অপারেশনাল কাজে অংশ নিয়ে শাহাদত বরণকারীদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বাংলাদেশের সঙ্গে তুরস্কের পারস্পরিক সুসম্পর্কের কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন এবং প্রশিক্ষণ আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়া Turkish Cooperation & Coordination Agency এবং Konya metropolitan municipality of fire department এর সহযোগিতায় আন্তর্জাতিক অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ৪ আগস্ট পর্যন্ত ফায়ার সার্ভিসের মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এ প্রশিক্ষণে ফায়ার সার্ভিসের ৩০ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেবেন।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এজেডএস/এসআইএ