ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সংঘাত করলে পুলিশ চুপ থাকবে না: কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
সংঘাত করলে পুলিশ চুপ থাকবে না: কাদের ওবায়দুল কাদের

ঢাকা: বিএনপি সংঘাত করলে পুলিশ চুপ করে থাকবে না বলে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৩১ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পথ বন্ধ করার কর্মসূচি কোন ধরনের রাজনীতি? নির্বাচনকে বাঁধা দেওয়ার জন্য পথ অবরুদ্ধ কর্মসূচির কারণে ভিসা নীতি তাদের ওপরই প্রয়োগ করা উচিত।

তিনি বলেন, বিএনপি এখন একটা লাশ ফেলতে চায়, তারেক রহমান লন্ডন থেকে বলছে একটা লাশের বদলে ১০টা লাশ পড়বে। বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগের কোনো কর্মসূচি নেই, আর শোকের মাসে আওয়ামী লীগের কর্মসূচির ধরন পরিবর্তন হবে। নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ সতর্ক অবস্থানে থাকবে। তারা সংঘাত করলে পুলিশ চুপ করে থাকবে না।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
এসকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।