ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

হেরোইনসহ ধরা পড়লেন ৬ মামলার আসামি রেনু খাতুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, জুলাই ৩১, ২০২৩
হেরোইনসহ ধরা পড়লেন ৬ মামলার আসামি রেনু খাতুন

মেহেরপুর: মেহেরপুরে সাড়ে ৫ গ্রাম হেরোইনসহ রেনু খাতুন নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে বারাদী ক্যাম্পের পুলিশ। তিনি এর আগেও ছয়টি মাদক মামলার আসামি ছিলেন।

সোমবার (৩১ জুলাই) সকাল ৮টার সময় বারাদী বাজারে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করা হলে গোপন অঙ্গের ভেতর থেকে হেরোইন জব্দ করা হয়।

আটক রেনু খাতুন মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের সাহারুল ইসলামের স্ত্রী।

বারাদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মফিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বারাদী বাজারে অভিযান পরিচালনা করে রেনুকে আটক করা হয়। পর তার শরীরের গোপন অঙ্গের ভেতর থেকে হেরোইন জব্দ করা হয়।

তিনি আরও বলেন, এর আগে রেনু খাতুনের নামে হেরোইন, ফেনসিডিল ও গাঁজা বিক্রির অভিযোগে আদালতে ছয়টি মামলা চলমান আছে।

হেরোইন উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা করা হয়েছে। যার মামলা নং ৪৯, তারিখ ৩১/০৭/২৩। পরে রেনু খাতুনকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।