ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

বৃক্ষরোপণ-বনায়নে ৫০ লাখ টাকা ব্যয় করবে ঢাকা দক্ষিণ সিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
বৃক্ষরোপণ-বনায়নে ৫০ লাখ টাকা ব্যয় করবে ঢাকা দক্ষিণ সিটি

ঢাকা: বৃক্ষরোপণ-বনায়ন এবং মিডিয়ান/ফুটপাতের সৌন্দর্য বৃদ্ধিকরণ ও সবুজায়নে নতুন অর্থবছরে ৫০ লাখ টাকা বরাদ্দ রেখেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর মধ্যে বৃক্ষরোপণ-বনায়নে ৩০ লাখ টাকা এবং মিডিয়ান/ফুটপাতের সৌন্দর্য বৃদ্ধিকরণ ও সবুজায়নে ২০ লাখ টাকা ব্যয় করা হবে।

সোমবার (৩১ জুলাই) নগর ভবনে মেয়র হানিফ অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় বাজেটের উন্নয়ন ব্যয়ের মধ্যে এ ব্যয়ের কথা জানানো হয়।

ঢাকা দক্ষিণ সিটির গত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে এ খাতে ২৯ লাখ টাকা ব্যয় করা হয়েছিল। গত অর্থবছরের তুলনায় এবারের বরাদ্দ ২১ লাখ টাকা বেশি।

বাজেট বক্তব্যে সবুজায়ন নিয়ে মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, আমাদের সবার প্রিয় এ ঢাকা শহর যেন পুঞ্জীভূত সমস্যার বৃত্তে ঘূর্ণায়মান এক বেহাল নগরী। এ নগর ব্যবস্থাপনায় প্রতিটি ওয়ার্ডে ন্যূনতম একটি করে খেলার মাঠ/উদ্যান প্রতিষ্ঠার উদ্যোগ আমাদের রয়েছে। আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় বিগত ৩ বছরে আমরা ৭টি খেলার মাঠ ও ৪টি উদ্যানের উন্নয়নকাজ শেষ করেছি। ৪ নম্বর ওয়ার্ডে বাসাবো সবুজ বলয় (বাসাবো বালুর মাঠ) এর নির্মাণকাজ চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।