নারায়ণগঞ্জ: জেলার ফতুল্লায় ডাকাতির প্রস্ততিকালে দেশিয় তৈরি ধারালো অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১ আগস্ট) তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুর এলাকার সোবহান ম্যানেজারের বাড়ির ভাড়াটিয়া মৃত মোবারক হোসেনের পুত্র জনু (৩২), দাপা পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন হাজী আলামিনের বাড়ির ভাড়াটিয়া আব্দুল সাত্তারের পুত্র মামুন (২৩) ও একই থানার লালপুর মোচড়ের আলাউদ্দিনের পুত্র মো. সুমন (২০)।
সোমবার (৩১ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে তাদেরকে ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুর কবরস্থান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারদের নিকট থেকে একটি রামদা, একটি চাপাতি, একটি হাসুয়া ও একটি কিরিচ উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানায়, ডাকাতির প্রস্ততিকালে পুলিশ ডাকাত দলের তিন সদস্যকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। দলের পলাতক অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৩
এমআরপি/এসআইএ