ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

সনদ জালিয়াতির দায়ে গ্রেপ্তার গৃহায়ন কর্তৃপক্ষের দেলোয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
সনদ জালিয়াতির দায়ে গ্রেপ্তার গৃহায়ন কর্তৃপক্ষের দেলোয়ার

ঢাকা: সনদ জালিয়াতি ও নানা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) উচ্চমান সহকারী দেলোয়ার হোসেন। মঙ্গলবার (১ আগস্ট) সচিবালয়ে তদন্ত শেষে তার বিরুদ্ধে মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিকেলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ ছিল। সে বিষয়ে মন্ত্রণালয়ে শুনানি করা হয়। তদন্তে প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে মামলা করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সচিব বলেন, দেলোয়ারের বিরুদ্ধে ফাইল আটকে রাখা, ফাইল গায়েব করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অনিয়ম করে তিনি সম্পদের পাহাড় গড়েছেন। এবং বিদেশে বাড়ি করার অভিযোগ রয়েছে। তিনি যেন বিদেশে যেতে না পারেন সে বিষয়ে আমরা ইমিগ্রেশনকে চিঠি লিখেছি। এছাড়া দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আমরা চিঠি দেব৷

এ বিষয়ে দেলোয়ার হোসেন বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। আমার কোনো বাড়ি নেই, কিছু নেই। অনেকে অনেক কথা বলেন। এসব সত্যি নয়। আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগও নেই।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
জিসিজি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।