লক্ষ্মীপুর: বৈরি আবহাওয়ার কারণে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট থেকে ভোলার ইলিশাগামী সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) দুপুরের পর থেকে মজুচৌধুরীর হাট ঘাট থেকে কোনো ফেরি ইলিশার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়নি।
এদিকে ঝড়ের কবলে পড়ে মজুচৌধুরীর হাট থেকে ছেড়ে যাওয়া কৃষাণী নামে একটি ফেরি দুপুর সাড়ে ১২টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ভোলার ইলিশা ঘাটের অদূরের চরে উঠে পড়ে। আবহাওয়া খারাপ থাকায় কদম নামে আরেকটি ফেরিকে ওই ঘাটের অদূরে নোঙর করে রাখা হয়েছে বলে জানা গেছে।
বিআইডব্লিউটিসি মজুচৌধুরীর হাট ফেরিঘাটে কর্মরত মো. সোহেল নামে একজন কর্মী বাংলানিউজকে জানান, মজুচৌধুরীর হাটে থেকে ছেড়ে যাওয়া ফেরি কৃষাণী চরে উঠে গেছে এবং ফেরি কদম ইলিশা ঘাটের অদূরে নোঙর করে রাখা হয়েছে। বাকী দুটি ফেরি কুসুমকলী ও কাবেরী মজুচৌধুরীর হাট ঘাটে আছে। বৈরি আবহাওয়ার কারণে দুপুর ১টার পর এ ঘাট থেকে ভোলার ইলিশা ঘাটের উদ্দেশ্যে কোনো ফেরি ছেড়ে যায়নি।
ভোলার ইলিশা ফেরি ঘাটের ম্যানেজার (কমার্স) পারভেজ খান বাংলানিউজকে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল আপাতত বন্ধ রয়েছে। দুটি ফেরি ইলিশা ঘাটের অদূরে নোঙর করা আছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচলও স্বাভাবিক হবে।
বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
এমজে