ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ক্লাসে ফিরছেন জাতীয়করণের দাবিতে আন্দোলনকারী শিক্ষকরা

স্পেশাল করেসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
ক্লাসে ফিরছেন জাতীয়করণের দাবিতে আন্দোলনকারী শিক্ষকরা

ঢাকা: শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। বুধবার (২ আগস্ট) থেকে তারা ক্লাসে ফিরবেন।

মঙ্গলবার (১ আগস্ট) রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে এক বৈঠকে আশ্বাসের পর এ সিদ্ধান্ত নেন তারা।

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে গত ১১ জুলাই থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করছিলেন শিক্ষকেরা। ১ আগস্ট থেকে কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরু করেন।

বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ সাংবাদিকদের বলেন, বৈঠকে সরকারি–বেসরকারি শিক্ষক–কর্মচারীদের বৈষম্য দূর করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া, জাতীয়করণ সংক্রান্ত বিষয়ে শিক্ষামন্ত্রী যে দুটি কমিটি গঠন করার কথা বলেছিলেন, তাতে শিক্ষকদেরও অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়। এই আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন এবং বুধবার থেকে ক্লাসে ফিরে যাবেন।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
এমআইএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।