ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে জনসভা মাঠে শেখ হাসিনা

স্পেশাল করেসপনেডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
রংপুরে জনসভা মাঠে শেখ হাসিনা রংপুর জিলা স্কুল মাঠে ক্ষমতাসীন আওয়ামী লীগের মহাসমাবেশ

ঢাকা: আগামী জাতীয় নির্বাচনের আগে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (০২ আগস্ট) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত এ জনসভায় যোগ দেন তিনি।

জনসভা মঞ্চে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত রয়েছেন।

এ দিন সকাল থেকে মিছিলের নগরীতে পরিণত হয়েছে গোটা রংপুর শহর। খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভা মাঠে জড়ো হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সমাবেশ মাঠ ছাড়াও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন।

‘শেখ হাসিনার সরকার, বার বার দরকার’; ‘শেখ হাসিনার দুই নয়ন, রংপুরের উন্নয়ন’; ‘শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম’ নানা স্লোগানে মুখর হয়েছে সমাবেশস্থলসহ আশপাশের এলাকা।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে রংপুরে সাজ সাজ রব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত তোরণ-ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে গোটা শহর।

বুধবার দুপুর সোয়া ১টার দিকে হেলিকপ্টারে রংপুরে পৌঁছান শেখ হাসিনা। জেলা আওয়ামী লীগের জনসভায় যোগদানের আগে প্রধানমন্ত্রী রংপুর সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। জনসভা শেষে বিকেলে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৩
এমইউএম/এমএইচএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।