পিরোজপুর: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেন, বঙ্গবন্ধুর সর্বোচ্চ ত্যাগের কারণে দেশটি স্বাধীন হয়েছিল। কিন্তু স্বাধীনতার পক্ষের পরাজিত চক্র দেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি।
কিন্তু বঙ্গবন্ধু তার জীবনের বিনিময়ে দেশ ও দেশের মানুষকে ভালোবেসে গেছেন। আজ তার কন্যা শেখ হাসিনা দেশকে ভালোবেসে দেশের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিচ্ছেন। কিন্তু এর আগে দেশের যারা শাসন ক্ষমতায় ছিলেন তারা দেশ শাসনের নামে নিজেদের ভাগ্যের উন্নয়ন ও লুটপাট করেছেন। দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছেন। আমাদের সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ ও নৈতিকতাকে লালন করতে হবে।
বুধবার (০২ আগস্ট) বিকেলে জেলার নাজিরপুর উপজেলার শাঁখারিকাঠী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা তৈয়বের হাট মাঠে অনুষ্ঠিত উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন। ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. খালিদ হোসেন সজলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উন্নয়ন সভায় বক্তব্য দেন নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নির্জন কান্তি বিশ্বাস, উপজেলা যুবলীগের সভাপতি এম. খোকন কাজী, পিরোজপুর জেলা যুবলীগ নেতা আব্দুল আলীম শিকদার প্রমুখ।
এছাড়া মন্ত্রী একই দিন বিকেলে ওই ইউনিয়নের গিলাতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৃথক উন্নয়ন সভায় বক্তব্য দেন। এসব সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলার শেখ মাটিয়া ইউপি চেয়ারম্যান মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু, উপজেলার মাটিভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বিলু প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৩
আরএ