ঢাকা: রাজধানীর তুরাগে রবিন (১৯) নামে এক যুবককে দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে তুরাগ ২ নম্বর ব্রিজের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
তুরাগ থানার ইন্সপেক্টর (তদন্ত) শরিফুল ইসলাম জানান, তারা দুজনই তুরাগ ২ নম্বর ব্রিজ এলাকায় থাকেন। আব্দুল্লাহ আশপাশে ক্ষেত-খামারিতে কাজ করেন আর রবিন গ্যারেজে চাকরি করতেন। যেকোনো কারণে ঘটনার আগে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল্লাহ দা দিয়ে রবিনকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৩
এজেডএস/আরবি