ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

নাফ ট্যুরিজম পার্কে অজ্ঞাতনামা যুবকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
নাফ ট্যুরিজম পার্কে অজ্ঞাতনামা যুবকের মরদেহ

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে নাফ ট্যুরিজম পার্ক থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১২টার দিকে সাবরাং কাটাবনিয়া খালের উত্তরে নাফ ট্যুরিজম পার্কের পতিত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

নিহতের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও তার বয়স আনুমানিক বয়স ২৭ বছর।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ জানান, টেকনাফের কাটাবনিয়া খালের উত্তরে নাফ ট্যুরিজম পার্কের পতিত এলাকায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর দেন স্থানীয়রা। পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে।

তিনি জানান, মরদেহটি পচে অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়। চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, অনন্ত সপ্তাহখানেক আগে তাকে খুন করে ফেলে যায় দুর্বৃত্তরা।

হত্যার রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান ওসি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৩
এসবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।