ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দোহারে সড়ক দুর্ঘটনায় এনজিওকর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
দোহারে সড়ক দুর্ঘটনায় এনজিওকর্মী নিহত

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার দোহার উপজেলার মোটরসাইকেল ও ইজিবাইকের মুখামুখি সংঘর্ষে কে এম আরিফ (৩৫) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বটিয়া এলাকার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ নেত্রকোণা সদরের আকবর খানের ছেলে। তিনি শক্তি ফাউন্ডেশনের ইউসূফপুর শাখার এসএমই অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে দোহার বাজার থেকে আরিফ তার মোটরসাইকেলে করে জয়পাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বটিয়া এলাকায় এলে অপরদিক থেকে আসা একটি ইজিবাইক তাকে মুখোমুখি ধাক্কা দিলে আরিফ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আরিফের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দোহার থানার উপ-পরিদর্শক (এসআই)  মো. হাসান জানান, নিহত ওই ব্যক্তির মরদেহ থানায় নেওয়া হয়েছে। তার পরিবারের সদস্যরা এলে পরবর্তী আইনি সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।