ঢাকা, বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

জাতীয়

গাবুরায় খোলপেটুয়ার বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
গাবুরায় খোলপেটুয়ার বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন দেখা দিয়েছে।  

উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার ৯ নম্বর সোরা গ্রাম সংলগ্ন চর এলাকায় পূর্ণিমার অতিরিক্ত জোয়ারের চাপে এই ভাঙন দেখা দেয়।

এতে ইতোমধ্যে গাবুরার ৫০০ মিটারের মতো এলাকায় ভাঙন ধরেছে। অনেক স্থানে বাঁধ ধসে নদীতে বিলীন হয়ে গেছে।

গাবুরা গ্রামের হুদা মালী বলেন, বেড়িবাঁধের অবস্থা খুবই নাজুক। যেকোনো সময় ভেঙে নদীতে বিলীন হতে পারে। এলাকার মানুষ আতঙ্কে আছে।

স্থানীয় ইউপি সদস্য মঞ্জুর হোসেন জানান, সোরা গ্রামের হাসান মালীর বাড়ি সংলগ্ন এলাকায় প্রায় ৫০০ মিটারজুড়ে ভাঙন ধরেছে। বড় বড় মাটির স্তূপ ও গাছপালা নদীতে চলে যাচ্ছে।  

গাবুরা ইউপি চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম জানান, ওই এলাকায় খোলপেটুয়ার বেড়িবাঁধটি চর থেকেও খানিকটা দূরে। মূলত চর ভেঙে বেড়িবাঁধের দিকে এগিয়ে যাচ্ছে। এছাড়া বাঁধটি খুবই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভাঙন এভাবে চলতে থাকলে স্বল্প সময়ে বেড়িবাঁধ ভেঙে গোটা এলাকা পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। স্থানীয়রা বাঁধটি মেরামতের চেষ্টা করছে। পানি উন্নয়ন বোর্ড এখনই পদক্ষেপ না নিলে যে কোনো সময় ভয়াবহ বিপদ হতে পারে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন জানান, সোরা গ্রামের পাশে দৃষ্টিনন্দন এলাকায় কিছুদিন আগে ভাঙন ধরেছিল। সে সময় বেশকিছু জিও ব্যাগ পাঠানো হয়েছিল। যেগুলো অব্যবহৃত রয়েছে আপাতত সেগুলো দিয়ে ভাঙন রোধের কাজ চলছে। এছাড়া নতুন করে আরও কিছু জিও ব্যাগ পাঠানো হবে। স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে কাজ করছে।  

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ