ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

বাসাভাড়ার টাকা দিতে গিয়ে নির্যাতনের শিকার নারী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
বাসাভাড়ার টাকা দিতে গিয়ে নির্যাতনের শিকার নারী

ঢাকা: রাজধানীর শাহবাগ থানাধীন শিক্ষা ভবন সংলগ্ন রাস্তা থেকে এক নারীকে (৪০) অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে অসুস্থ অবস্থায় পথচারী ও এক রিকশাচালক তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।  

মুক্তার হোসেন নামে ওই রিকশাচালক জানান, শিক্ষা ভবনের পাশ দিয়ে রিকশা চালিয়ে যাওয়ার সময় ওই নারীকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। তখন এক পথচারীর সাহায্যে তাকে হাসপাতালে নিয়ে যান।

সংবাদ পেয়ে হাসপাতালে এসে ওই নারীর ছেলে জানান, তারা ধানমন্ডিতে থাকেন। বাসা ভাড়ার টাকা জমা দেওয়ার জন্য বিকেলে তার মা ধানমন্ডির বাসা থেকে বের হয়ে মতিঝিলে বাড়ির ম্যানেজারের কাছে যান। এরপর সন্ধ্যায় তিনি হাসপাতাল থেকে খবর পান, তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ভুক্তভোগী ওই নারীর বরাত দিয়ে হাসপাতালটির পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই নারী মতিঝিল এলাকায় কোনো একটি বাড়ির ৭ম তলায় গিয়েছিলেন বাসা ভাড়ার টাকা জমা দিতে। সেখানে এক ব্যক্তি তাকে চা, বিস্কুট খাওয়ান। এরপর তাকে জোর করে শারীরিক নির্যাতন করেন বলে অভিযোগ করেছেন ওই নারী। তবে সেখান থেকে তিনি কীভাবে শিক্ষা ভবন এলাকায় এলেন সে বিষয়ে কিছু জানা যায়নি। ঘটনাটি তদন্তের জন্য শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে। বর্তমানে ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৩
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।