ঢাকা: রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ছয়টা থেকে শুক্রবার (৪ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ১৫৬০ ইয়াবা, চার কেজি ৮৯০ গ্রাম গাঁজা, দুটি গাঁজার গাছ, ২০ গ্রাম হেরোইন ও ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৩
এমএমআই/এমএইচএস