ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

থানচির সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
থানচির সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ চালু

বান্দরবান: বান্দরবানে গত দুই ধরে অব্যাহত ভারি বর্ষণের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বান্দরবান-থানচি সড়কের জীবননগর নামক স্থানে পাহাড় ধস হয়েছে।

 

 শুক্রবার (০৪ আগস্ট) সকাল থেকে বান্দরবানের সঙ্গে সড়কে থানচি উপজেলার সকল যানবাহন চলাচল বন্ধ থাকার পর দুপুর ১২টা থেকে চলাচল শুরু হয়েছে।


থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যার দিকে বান্দরবান-থানচি সড়কের নীলগিরি ও জীবন নগরের মাঝামাঝি এলাকার সড়কের ওপর পাহাড় থেকে একটি বড় পাথর ধসে পড়লে থানচির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। সকাল থেকে থানচি ফায়ার সার্ভিসের একটি দল পাথরটি সরাতে কাজ করলেও এত বড় পাথর সরানোর মতো যন্ত্রপাতি না থাকায় পরে পাথরটি সরাতে সেনাবাহিনীর ১৬ ইসিবি কাজ করে যোগাযোগ স্বাভাবিক করে।  

এদিকে অনবরত বৃষ্টির কারণে জেলার বিভিন্নস্থানে দেখা দিয়েছে পাহাড় ধস ও বন্যার আশঙ্কা। টানা বৃষ্টিপাতের কারণে জেলার সাঙ্গু ও মাতামহুরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ভারী বর্ষণ অব্যাহত থাকলে তলিয়ে যেতে পারে জেলা সদরের নিম্নাঞ্চলসহ বেশ কয়েকটি এলাকা।

বান্দরবান পৌরসভার মেয়র সৌরভ দাশ শেখর জানান, অনবরত বৃষ্টির কারণে জেলার বিভিন্নস্থানে দেখা দিয়েছে পাহাড় ধস ও বন্যার আশঙ্কা আর এই কারণে পৌরসভার পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে এবং আশ্রয়কেন্দ্র প্রস্তুতসহ সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৩ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।