ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৩
নেত্রকোনায় শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন

নেত্রকোনা: নেত্রকোনায় নানা কর্মসূচির মধ্যদিয়ে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (০৫ আগস্ট) সকাল ৯টায় দিবসটি উপলক্ষে নেত্রকোনার মোক্তারপাড়া মুক্তমঞ্চে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।

সেইসঙ্গে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তাসহ বিভিন্ন স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাও সেখানে শ্রদ্ধা জানান।

পরে শেখ কামালের জন্মদিন উপলক্ষে নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব সংগঠকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে শেখ কামালের জীবন ও কর্মের নানা দিক তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।