ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ব্রুনাইয়ে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপিত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৩
ব্রুনাইয়ে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপিত

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, আধুনিক ক্রীড়া জগতের অন্যতম পথিকৃৎ, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন করেছে ব্রুনাই দারুসসালামে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।  

শনিবার (৫ আগস্ট) বন্দর সেরি বেগাওয়ানে এ উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন কর্তৃক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ হাইকমিশনার নাহিদা রহমান সুমনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং অনুষ্ঠানে আসা অতিথিদের স্বাগত জানান। যাদের অধিকাংশই ছিলেন বাংলাদেশ কমিউনিটির সদস্য। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মধ্য দিয়ে। এরপর শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন হাইকমিশনার, হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশ কমিউনিটির সদস্যরা। বিশেষ এ দিনটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাঠানো বাণী সবার উদ্দেশে পাঠ করে শোনান হাইকমিশনার। শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র বড় স্ক্রিনে প্রদর্শিত হয়, যার মাধ্যমে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল সম্পর্কে সবাই আরো সম্যক ও গভীর ধারণা লাভ করে ও অনুপ্রাণিত হয়।

বাংলাদেশ হাইকমিশনার শহীদ ক্যাপ্টেন শেখ কামালকে বহু গুণে গুণান্বিত এক অসামান্য ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেন এবং খেলাধুলা, সঙ্গীত, অভিনয়, বক্তৃতায় পারদর্শীতাসহ ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে তার প্রতিভার স্বাক্ষর বহন ও অবাধ বিচরণ তাকে এক অনন্য উচ্চতায় আসীন করেছে মর্মে মন্তব্য করেন। তার শিক্ষা জীবন, মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ ও বিবাহিত জীবন সম্পর্কেও বাংলাদেশ হাইকমিশনার সবাইকে অবহিত করেন। বাংলাদেশ হাইকমিশনার সবাইকে আবেগঘন কণ্ঠে জানান যে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট  নারকীয় হত্যাযজ্ঞে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনাবসানের কারণে গোটা জাতি একজন সুযোগ্য, দক্ষ ও মানবিক নেতাকে হারিয়েছে, যার অভাব কখনো পূর্ণ হবে না। তিনি সবাইকে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের কাছ থেকে শিক্ষা ও অনুপ্রেরণা লাভের জন্য এবং তার বিশিষ্ট ও মানবিক গুণাবলিকে ধারণ করার জন্য আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৩
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।