ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফেলে যাওয়া বস্তায় মিললো ২০ কেজি রুপা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৩
ফেলে যাওয়া বস্তায় মিললো ২০ কেজি রুপা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনার বারাদী সীমান্তে ১ হাজার ৭১৪ ভরি ওজনের ভারতীয় রুপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -৬ । এ সময় পাচারকারী পালিয়ে যায়।

 

শনিবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে বারাদী বিওপির বারাদী সীমান্ত থেকে এসব ভারতীয় রুপা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, বারাদী সীমান্তে নিয়মিত টহল পরিচালনা করার সময় টহল কমান্ডার হাবিলদার সোহরাওয়ার্দী হোসেন ফোর্স সীমান্ত মেইন পিলার ৮০/৬-আর থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাথাভাঙ্গা নদীর পাড়ে অবস্থান করেন। বিকেল ৫টায় কয়েকজন ব্যক্তিকে শূন্য লাইন অতিক্রম করে মাথাভাঙ্গা নদীর পাড়ের দিকে আসতে দেখে। বিজিবি সশস্ত্র টহল দুই ভাগে বিভক্ত হয়ে চোরাকারবারিদের ধাওয়া করেন। এ সময় চোরাকারবারিরা একটি বস্তাটি ফেলে দৌড়ে ভারতের ভেতরে পালিয়ে যায়।  

পরে বিজিবি টহল দল চোরাকারবারিদের ফেলে যাওয়া বস্তাটি জব্দ করে ভেতর থেকে ১৬টি পলিথিনের প্যাকেটে ২০ কেজি বা ১৭১৪.৬৭ ভরি ভারতীয় দানাদার রুপা দেখতে পান। যার আনুমানিক বাজার মূল্য ৩৫ লাখ ৫০ হাজার টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান জানান, এ ব্যাপারে হাবিলদার সোহরাওয়ার্দী হোসেন বাদী হয়ে দর্শনা থানায় মামলা এবং উদ্ধার ভারতীয় রুপাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।