ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

অননুমোদিত এজেন্ট নিয়োগ করলে অভিবাসন কার্যক্রমে শাস্তি 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৮, আগস্ট ৭, ২০২৩
অননুমোদিত এজেন্ট নিয়োগ করলে অভিবাসন কার্যক্রমে শাস্তি 

ঢাকা: অননুমোদিতভাবে শাখা বা এজেন্ট নিয়োগ করে অভিবাসন কার্যক্রম পরিচালনা করলে শাস্তির বিধান রেখে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন (সংশোধন), ২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে সোমবার (০৭ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে আইনটির খসড়ার অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, অভিবাসন কার্যক্রমের সঙ্গে আমাদের আন-অফিসিয়ালি একটি গ্রুপ জড়িত থাকে, যাদের কোনো কাঠামোর মধ্যে আনা যাচ্ছিল না। তাদের ম্যানেজ কিংবা রেগুলেট করাও যাচ্ছিল না। এখন তাদের সাব-এজেন্ট কিংবা প্রতিনিধি হিসেবে সংজ্ঞায়িত করা হবে। এতে তারা কোনো না কোনো রিক্রুটিং এজেন্সির আওতায় আসবেন। তাদের একটি সুনির্দিষ্ট বিধির আওতায় চিহ্নিত এবং তারা নিবন্ধিত থাকবেন। তাদের এখন রেগুলেটরি ফ্রেমওয়ার্কে নিয়ে আসা হবে। এছাড়া রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে যখন কোনো অভিযোগ থাকবে, এখনকার আইনে সেসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে। কিন্তু নতুন আইনে বিশ্বাসযোগ্য মাত্রায় অভিযোগ থাকলে লাইসেন্স বাতিল না, সাময়িক স্থগিত করা যাবে।  

তিনি বলেন, নতুন আইনে কিছু শাস্তির ব্যবস্থাও করা হয়েছে। যদি কেউ অননুমোদিতভাবে শাখা বা এজেন্ট নিয়োগ করে ব্যবসা পরিচালনা করে, তখন তাদের শাস্তির আওতায় নিয়ে আসার ব্যবস্থা করা হবে।  

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৩
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।