ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান-কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
ফরিদপুরে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান-কারাদণ্ড

ফরিদপুর: ফরিদপুরে একটি নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে মো. রাসেল চোকদারকে (৩৫) বিশ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০৭ আগস্ট) দুপুর ১টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার মিয়াপাড়া সড়কে অবস্থিত ওই কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

রাসেল চোকদার জেলা সরদারের বিলনালিয়া এলাকার বসিরউদ্দিন চোকদারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় কারখানা থেকে সাড়ে চার লাখ টাকা মূল্যের নকল প্রসাধনী জব্দ করা হয়। সেখানে দেশি-বিদেশি ১২ ধরনের নকল প্রসাধনী তৈরি করা হতো।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান বাংলানিউজকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নকল প্রসাধনী তৈরির ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে দেশি-বিদেশি বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ডের প্রসাধনী নকল করার অপরাধে কারখানা মালিক ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৩ 
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।