ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দোকানে, দোকানি নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দোকানে, দোকানি নিহত দুর্ঘটনাস্থল

খুলনা: খুলনার রূপসা উপজেলার আলাইপুর বাজারে ট্রাকচাপায় অশোক রায় (৫৫) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (৭ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত অশোক রায় পিঠাভোগ গ্রামের মৃত বনমালী রায় এর ছেলে। ঘাতক ট্রাকটি আটক করেছে স্থানীয়রা। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।  

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন বিষয়টি বাংলা নিউজকে নিশ্চিত করেছেন।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (৭ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে কুষ্টিয়া ট- ১১-২৫৭৭ নম্বরের একটি মালবাহী ট্রাক আলাইপুর থেকে ব্রিজের উপর উঠতে থাকে। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে পিছনের দিকে চলে এসে একটি ফলের দোকান ও একটি মুদি দোকানে ঢুকে পড়ে। এতে দোকান দু’টি একেবারেই ভেঙে গুঁড়িয়ে যায়।

পরিস্থিতি বেগতিক দেখে ফল ব্যবসায়ী স্বপন পাল (৪৫) দৌঁড়ে সরে গেলেও মুদি দোকানি অশোক ট্রাকের নিচে চাপা পড়ে।

এ সময় পার্শ্ববর্তী ব্যবসায়ী ও স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় অশোক রায়কে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আটক ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

বাংলাদেশ সময়:০০১২ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
এমআরএম/জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।