ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বাড্ডায় নিজের গায়ে আগুন দিলেন রিকশাচালক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
বাড্ডায় নিজের গায়ে আগুন দিলেন রিকশাচালক

ঢাকা: রাজধানীর বাড্ডায় রনি মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিজের গায়ে আগুন দিয়েছে বলে জানা গেছে। দগ্ধ অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে সোমবার দিবাগত রাত ১২টার দিকে জিএম বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

রিকশাচালক রনির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সাহেবনগর গ্রামে।

দগ্ধ রনি মিয়ার স্ত্রী সোনিয়া আক্তার জানান, এক কন্যা সন্তানসহ তারা জিএম বাড়ি পানির পাম্প সংলগ্ন আনিসের টিনশেড বাড়িতে ভাড়া থাকেন। রনি পেশায় রিকশাচালক এবং তিনি গার্মেন্টসে চাকরি করেন।

তিনি জানান, রনি নিয়মিত রিকশা চালান না। তিনি জুয়া খেলায় আসক্ত। যার কারণে তিনি বেশ কিছু টাকা ঋণগ্রস্ত। সোমবার রাতে বাসায় ফিরে সবার অগোচরে তিনি নিজের গায়ে আগুন ধরিয়ে দেন।

পরে তার চিৎকারে ঘর থেকে বের হয়ে স্ত্রী সোনিয়া তার শরীরের আগুন নেভান। সঙ্গে সঙ্গে তাকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করান।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, রনির শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
এজেডএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।