নারায়ণগঞ্জ: জেলার সিদ্ধিরগঞ্জ থেকে ছালাম (৫৫) নামে এক ব্যক্তির অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৮ আগস্ট) সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার ডিএনডি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, নিহত ছালাম হীরাঝিল আবাসিক এলাকায় একটি অটোরিকশা গ্যারেজে চাকরি করতেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সকালে মরদেহটি খালে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে এটি হত্যা না অন্য কিছু বোঝা যাবে, সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
এমআরপি/এসআইএ