ঢাকা, শনিবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বাবাকে হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছেলে গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, আগস্ট ৮, ২০২৩
বাবাকে হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছেলে গ্রেপ্তার

ঢাকা: কুমিল্লার বুড়িচং এলাকায় নিজ বাবাকে শ্বাসরোধ করে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি মো. রফিককে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর ভাসানটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।



র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, গ্রেপ্তার রফিকের তার বাবার পরকীয়া প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ হয়। একপর্যায়ে রফিক তার বাবা বিল্লাল হোসেনকে শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার পর আসামির বিরুদ্ধে বুড়িচং থানায় ২০০৫ সালের একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।

রায় ঘোষণার পর থেকে রফিক রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিল। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।